ব্যাটারদের আউট হওয়ার ধরনে হতাশ প্রধান কোচ
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ PM
ভারতের বিপক্ষে কানপুর টেস্ট বড় ব্যবধানে হেরে হতাশা প্রকাশ করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ বলেন, ‘আমরা টিকে থাকা নিয়ে ভাবিনি, আমরা দলের শক্তি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ব্যাটার যদি মনে করে সে অ্যাটাকিং বা সুইপ শট খেলতে পারবে, সে খেলতেই পারে।’
প্রধান কোচ আরও বলেন, ‘মুমিনুল হক কাল দারুণ ব্যাট করেছে। তবে যেভাবে অনেকে উইকেট দিয়ে এসেছে তা হতাশাজনক। ভারত বোলিং পরিবর্তন করলেই আমরা উইকেট হারিয়েছি। নতুন বলে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় আমরা নিইনি।’
ভারতের বিপক্ষে কানপুর টেস্ট শুরুর আগে এমন হারের কথা হয়তো ভাবেনি বাংলাদেশ দল। কারণ বৃষ্টিতে দুদিন ভণ্ডুল হওয়ার পর বাকি ছিল মাত্র দুই দিন। সেই সময়ের ভেতরও টাইগাররা বড় ব্যবধানে হেরে বসেছে। এমন হারের জন্য ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একইসঙ্গে তিনি শিষ্যদের আরও উন্নতির তাগিদও দিয়েছেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পর সংবাদ সম্মেলনে টাইগারদের প্রতিনিধি হয়ে আসেন হাথুরুসিংহে। হারের পেছনে দুই দলের কিছু পার্থক্য তুলে ধরেন তিনি, ‘ভারত আমাদের উড়িয়ে দিয়েছে। স্কিল লেভেলেও অনেক পার্থক্য চোখে পড়েছে। আমাদের উন্নতি করতে হবে। আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে এমন নয় যে উন্নতি হচ্ছে না। ২০১৭ সালে ভারতে এসেছিলাম, এর চেয়ে এখন আরও উন্নত। আমরাও উন্নতি করছি। এখনও অনেক কিছু করার আছে। ভারতের সিস্টেম, সুযোগ-সুবিধারও উন্নতি হয়েছে। সঠিক সাপোর্ট না পেলে আমাদের উন্নতি করা কঠিন।’
ভারত ও পাকিস্তান সফরে দুইরকম ফলাফলের জন্য নিজেদের ঘাটতি কোথায় জানেন হাথুরু, ‘পাকিস্তানে খুব ভালো একটা সিরিজ শেষ করে আমরা এখানে এসেছিলাম। আমরা জানতাম এখানে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা খুব বেশি ভেঙে পড়িনি। পাকিস্তানে কোথায় ভালো করেছি, এখানে কোথায় ভালো করিনি আমরা জানি।