মেসির ১০ নম্বর জার্সি পরে গোল, যা বললেন দিবালা

গোল পেলে পাওলো দিবালার উদযাপন
গোল পেলে পাওলো দিবালার উদযাপন  © সংগৃহীত

চিলির মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ জানিয়েছিলেন, লিওনেল মেসির অনুপস্থিতিতে তার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে। কোপা আমেরিকায় পাওয়া চোটের কারণে এখনো মাঠের বাইরে মেসি। তাকে ইঙ্গিত করেই স্কালোনি বলেছিলেন, ‘১০ নম্বর জার্সির একজনই মালিক আছে।’

কিন্তু সেই মালিককে যেহেতু  আপাতত পাওয়া যাচ্ছে না, তাই ১০ নম্বর জার্সিটা কে পরবেন চিলির বিপক্ষে? এমন প্রশ্নের উত্তরে স্কালোনি জানিয়েছিলেন, ‘লিও আগেও যখন অনুপস্থিত ছিল, আনহেল কোরেয়া এটা (১০ নম্বর জার্সি) পরেছে।’ তাতে ভক্তরা ধরেই নিয়েছিলেন যে কোরেয়াকেই দেখা যাবে ১০ নম্বর জার্সিতে।

কিন্তু বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দেখা গেল অন্য কিছু। পাওলো দিবালার গায়ে মেসির ১০ নম্বর জার্সি!

কলম্বিয়ার ম্যাচে কড়া ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। সেই ইনজুরির কারণে আজ চিলির বিপক্ষে মাঠে নামা হয়নি তার।

এদিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নামেন দিবালা। গোলও করেছেন। এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর পরেই যেন সৌভাগ্যের পরশ পেলেন আজ। চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা, যা জাতীয় দলের হয়ে তার চতুর্থ গোল।

অথচ গত জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় বিস্ময় ছিল পাওলো দিবালার অনুপস্থিতি। তখন ফুটবলীয় কারণে দিবালাকে স্কোয়াডে রাখতে না পারার যুক্তি দেখিয়েছিলেন কোচ স্কালোনি। কয় দিন আগে ঘোষিত ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি দিবালার। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় মেসির বিকল্প হিসেবে গত ২৬ আগস্ট দলে ফেরানো হয় তাকে।

আর্জেন্টিনা দলে অনিয়মিত হয়ে পড়া দিবালা এবার ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথা বলেছেন সংবাদমাধ্যমকে। মেসির ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা নিয়েও কথা বলেছেন তিনি।

ম্যাচ শেষে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে, আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

আর্জেন্টিনা দলে ফিরতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন দিবালা, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না...কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

আনহেল কোরেয়ার বদলে পাওলো দিবালাকে ১০ নম্বর জার্সি দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোচ স্কালোনি বলেছেন, ‘১০ নম্বর জার্সি দিতে যাচ্ছি, এ কথা ওকে আগেই জানাইনি। আমাদের মনে হয়েছে, এই জার্সি পরার জন্য একজন ফুটবলারের মধ্যে যা যা থাকা দরকার, সেসব ওর মধ্যে আছে।’

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


সর্বশেষ সংবাদ