দ্বিতীয় টেস্টেও বৃষ্টির হানা, টসে বিলম্ব

দ্বিতীয় টেস্টেও বৃষ্টির হানা, টসে বিলম্ব
দ্বিতীয় টেস্টেও বৃষ্টির হানা, টসে বিলম্ব  © সংগৃহীত

সিরিজে প্রথম টেস্ট জিতে লিডে আছে বাংলাদেশ। প্রথম টেস্টের মতো দ্বিতীয়টিতেও, বৃষ্টির কারণে টস হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও হয়নি। পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ ত্রিপল দিয়ে ঢাকা। অফিসিয়াল পরিদর্শন হওয়ার কথা ছিল, সেখানেও দেরি। বৃষ্টি আটকে দিয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের শুরুটা।

রাওয়ালপিন্ডিতে এখনও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার পরও মাঠ খেলার উপযোগী করতে আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই নিশ্চিত ভাবেই বলা যায়, নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছে না। দিনের পুরো ৯০ ওভার খেলা নিয়েও শঙ্কা আছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ আর্দ্রতার কারণে এ তাপমাত্রাই অনুভূত হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। বিশেষ করে বৃষ্টি ও বজ্রঝড়ের শঙ্কার কথা জানিয়েছিল তারা।

বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়।


সর্বশেষ সংবাদ