বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ানের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৯ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৯ AM
বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ আহবান জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান লিখেছেন, ‘বাংলাদেশের দুর্ভোগে থাকা মানুষের জন্য দুশ্চিন্তা ও দোয়া। তারা ভয়ানক বন্যা সামাল দিচ্ছে।’
আরো পড়ুন: সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে যা জানালেন বোর্ড প্রধান
তিনি বলেন, ‘আমি সবাইকে আহবান জানাচ্ছি, সবাই যার যার পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিন। ভাই ও বোনদের কঠিন সময়ে পাশে দাঁড়ান।’ পোস্টের এ অংশ ইংরেজিতে লিখলেও বাকি অংশে বাংলায় তিনি লিখেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’