বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ানের

মোহাম্মদ রিজওয়ান
পাকিস্তানের তারকা ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান

বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ আহবান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলা রিজওয়ান লিখেছেন, ‘বাংলাদেশের দুর্ভোগে থাকা মানুষের জন্য দুশ্চিন্তা ও দোয়া। তারা ভয়ানক বন্যা সামাল দিচ্ছে।’

আরো পড়ুন: সাকিবকে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে যা জানালেন বোর্ড প্রধান

তিনি বলেন, ‘আমি সবাইকে আহবান জানাচ্ছি, সবাই যার যার পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে অনুদান দিন। ভাই ও বোনদের কঠিন সময়ে পাশে দাঁড়ান।’ পোস্টের এ অংশ ইংরেজিতে লিখলেও বাকি অংশে বাংলায় তিনি লিখেছেন, ‘আমরা আপনাদের পাশে আছি।’