মোবাইলে যেভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন

  © সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে এমন উত্তেজনাপূর্ণ দ্বৈরথ দেখা যায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচেও। সবশেষ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ দুই দলের উত্তাপে যেন ঘি ঢেলেছে। শনিবার (৮ জুন) সকাল সাড়ে ছয়টায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ দল হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ডালাসের উইকেটে শেষ হবে চলতি আসরের বিশ্বকাপ। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায়। 

এদিকে পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা থেকে পিছিয়ে আছে। দলটির বিপক্ষে এ পর্যন্ত ১৩ বারের মোকাবেলায় ৪টিতে জয় এবং ৯টিতে হেরেছে বাংলাদেশ।  এদিকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে যায় ওয়ান্দিু হাসারাঙ্গার দল। এমন বাজে শুরুর পর টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি সরাসরি দেখাবে নাগরিক  টিভি। এছাড়া অনলাইনেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে টফি অ্যাপে।


সর্বশেষ সংবাদ