টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন রিয়াদ-সাইফ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ PM
বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১ মের মধ্যে ১৫ জনের দল পাঠাতে হবে আইসিসিতে। সে অনুযায়ী গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করে ফেলেছে। জানিয়ে দেয়া হয়েছে বিসিবিকেও। বিভিন্ন সূত্রে জানা গেছে, দলে থাকছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও দীর্ঘ চোট কাটিয়ে আসা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১ মের মধ্যে ১৫ জনের দল পাঠালেও এই দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। বোর্ডগুলোর জন্যে এই পরিবর্তনের ক্ষেত্রে কোন শর্ত থাকবে না। অর্থাৎ ১৫ জনের দলের কেউ চোটে পড়লে অন্য কোনো কারনেও দলে পরিবর্তন আনা যাবে।
জানা যায়, সর্বশেষ বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জিম্বাবুয়ে সিরিজে সাইফউদ্দিনকে পর্যবেক্ষণ করা হবে। তাতে প্রত্যাশা পূর্ণ হলে ১৫ জনের দলের একজন হয়ে এই পেস বোলিং অলরাউন্ডারের বিশ্বকাপের বিমানে ওঠাটা প্রায় নিশ্চিতই বলা যায়।
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলে ভালো খেলেছেন, সেই ধারা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও। গত মাসে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও খেলেছেন ৩১ বলে ৫৪ রানের একটি ইনিংস। সব মিলিয়ে মাহমুদউল্লাহ বিশ্বকাপের ১৫ জনের দলে থাকা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানা গেছে।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের অনুশীলন ক্যাম্পের জন্য ১৭ জনের নাম ঘোষণা করেছিল বিসিবি। যুক্তরাষ্ট্রে ছিলেন বলে সাকিব আল হাসান সেই দলে ছিলেন না, আইপিএলে ছিলেন বলে মোস্তাফিজুর রহমানও না। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ওই ১৭ জনের মধ্যে নেই হাসান মাহমুদ ও সৌম্য সরকার।
যেহেতু ২৫ মের আগে প্রয়োজনে দলে পরিবর্তন আসতে পারে, আইসিসিতে পাঠানো ১৫ খেলোয়াড়ের তালিকা বিসিবি এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা নাও করতে পারে। যত দূর জানা গেছে, এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।