পাকিস্তানের প্রধান কোচ আজহার মাহমুদ

আজহার মাহমুদ
আজহার মাহমুদ  © ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনি এ দায়িত্ব পেয়েছেন। সেই সাথে কোচিং স্টাফে এসেছেন সাঈদ আজমল ও মোহাম্মদ ইউসুফ।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজহার মাহমুদ পাকিস্তানের জার্সি গায়ে ১৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৬২ টি, রান করেছেন ২৪২১। এর আগে ২০১৬-২০১৯ এ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করন আজহার। 

আজহার মাহমুদ ছাড়াও আরো কিছু সাবেক ক্রিকেটার দায়িত্ব পেয়েছেন। ওয়াহাব রিয়াজকে দলের ম্যানেজার করা হয়েছে। মোহাম্মদ ইউসুফ থাকবেন ব্যাটিং কোচ হিসাবে, স্পিন বোলিং কোচ হিসাবে থাকবেন সাইদ আজমল। 

রাওয়ালপিন্ডি ও লাহোরে আগামী ১৮ থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

 

সর্বশেষ সংবাদ