দর্শকদের ভুয়া-ভুয়া ডাক প্রসঙ্গে যা বললেন সাকিব
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
চলমান বিপিএলে রংপুর রাইডার্সের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারি থেকে সাকিব! সাকিব! ভুয়া! ভুয়া! দুয়ো ধ্বনি শুনতে হয়েছে দর্শককে। সাকিব আল হাসানকে। বিপিএলে ঢাকাপর্বে তো বটেই সিলেটের মাঠ থেকেও দুয়োধ্বনি শুনতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডারকে। এমন দিন দেখতে হবে তা হয়তো কল্পনাতেও ভাবেননি সাকিব।
তবে বিপিএলে গতকাল শনিবার সাকিবকে দেখা গেল অন্য রুপে। সমর্থকদের মুখে ‘ভুয়া ভুয়া’ শুনে একসময় নিজেও বলতে থাকলেন ‘ভুয়া ভুয়া’।
সংবাদ সম্মেলনে দুয়োধ্বনি প্রসঙ্গ আসতেই মজার ছলে জবাব দিলেন সাকিব। তিনি বলেন, ‘এটা খুব মজার বিষয়। আমি যখন ওদের ভুয়া ভুয়া বললাম ওরা সবাই খুশি হয়ে গেল। এবং তারপর দেখি সবাই আমার পক্ষে কথা বলছে। বুঝলাম না ঘটনাটা কি।’
গতকাল সিলেট ম্যাচের পর অকপটে স্বীকার করেছেন, খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে সমস্যাটা কোথায় হচ্ছে, এটা নিজেও জানেন না সাকিব। অলরাউন্ডার সাকিব থেকে বোলিং সাকিবে পরিণত হওয়া নিয়ে তিনি বলেছেন, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’