মেসির মায়ামির বিপক্ষে বড় জয় রোনালদোহীন আল নাসরের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৯ AM
চোটের কারণে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। লিওনেল মেসির দিকে নজর ছিল সবার। তবে তিনিও ছিলেন না একাদশে। আল নাসর ও ইন্টার মায়ামির ম্যাচ হলো তাই একপেশে। মায়ামির জালে ছয় গোল দিয়েছে আল নাসর। ৮৩ মিনিটে মেসি নামলেও ততক্ষণে খেলা নাসরের হাতের মুঠোয়।
রিয়াদ সিজন কাপের ম্যাচে বৃহস্পতিবার রাতে মেজর সকার লিগের মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সৌদি প্রো-লিগের দলটির হয়ে হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। দর্শনীয় একটি গোল করেন এমেরিক লাপোর্ত। গোল করেছেন আরও দুজন।
পেশির চোটের কারণে খেলেননি পর্তুগিজ তারকা রোনালদো। তবে প্রথমার্ধে স্ট্যান্ডে ছিলেন তিনি। এ সময়ে প্রতিটি গোলের পর হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মায়ামির জালে প্রথম ১২ মিনিটেই তিনবার বল পাঠায় আল নাসর।
আরো পড়ুন: ১ মিনিটের বিজ্ঞাপনে যত টাকা আয় করেন মেসি
৬৮ মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন সৌদি আরবের ফরোয়ার্ড মোহামেদ মারান। ৭৩ মিনিটে তালিসকা হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৩ মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামেন মেসি। তিন মিনিট পর একটি শট নেন বিশ্বকাপজয়ী তারকা। তবে আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। এরপর বড় হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এ নিয়ে সৌদি আরব সফরে দুটি ম্যাচই হারল যুক্তরাষ্ট্রের দলটি। সোমবার আল হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হারেন মেসিরা। প্রাক-মৌসুমে চার ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ পায়নি মায়ামি। আগামী ৪ ফেব্রুয়ারি হংকং একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মায়ামি।