চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএল খেলা নিয়ে শঙ্কা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ PM
ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএলের মাঝেই চোখের চিকিৎসা করাতে সাকিবের গন্তব্য এবার সিঙ্গাপুর। চোখের ডাক্তার দেখাতে সাকিবকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কবে ফিরবেন সাকিব কিংবা কবে দলে যোগ দেবেন তা জানা যায়নি। তাই বিপিএলের ঢাকার প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে তার থাকা অনিশ্চিত।
রোববার (২১ জানুয়ারি) বেলা ১টায় দেশটির উদ্দেশে উড়াল দেন টাইগার অধিনায়ক। ভারতেও দু’বার ডাক্তার দেখিয়েও সমাধান পাননি, এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও নেন চিকিৎসা। কিন্তু তাতে কিছু না হলে বিপিএলের ঠিক আগে গিয়েছিলেন লন্ডনে।
তাতেও সমাধান মেলেনি। শনিবার বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচে খেলার পরই আবারো সামনে আসে বিষয়টি। এদিকে, শনিবার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলেছেন সাকিব। এ ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
তিনি জানিয়েছেন এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব। সোহান বলেন, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’ তাই এবার বিপিএলের মাঝেই সাকিবের গন্তব্য সিঙ্গাপুরে।
ফরচুন বরিশালের বিপক্ষে মিরপুরে সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। মাত্র ২ রান করেন তিনি। যদিও বল হাতে ছিলেন দারুণ, ১৬ রানে নিয়েছেন ২ উইকেট।
সাকিব কবে সিঙ্গাপুর থেকে ফিরতে পারেন এই সম্পর্কে জানেনা কেউ। ইশতিয়াক সাদেক বলেন, ‘সেটা অনিশ্চিত। তবে আমরা ধরে নিয়েছি পরের অন্তত তিনটি ম্যাচ আমরা সাকিবকে পাব না। এটা মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়া যায় না।’ তবে সিলেট পর্বে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রংপুর রাইডার্স।