বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন  © ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ১৩ সদস্যের এই দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। আইপিএলে পাওয়া চোট থেকে ফিরে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন কিউই অধিনায়ক।

উইলিয়ামসনের নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্রাম পার করে দলে ফিরেছেন  টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসও।

তবে ডেভন কনওয়েকে টি-টোয়েন্টি সিরিজেও দেওয়া হয়েছে বিশ্রাম। চোটের কারণে বিবেচিত হননি  লকি ফার্গুসন, ম্যাট হেনরি, হেনরি শিপলি ও মিচেল ব্রেসওয়েল।

গত সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াডের বিচারে ফিরেছেন জিমি নিশাম ও বেন সিয়ার্সও।

২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে।

টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।


সর্বশেষ সংবাদ