ভারত-বাংলাদেশ হাইভোল্টেজ সেমিফাইনাল আজ

  © সংগৃহীত

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যুবাদের মুখোমুখি হবে রাব্বি-শিবলিরা। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ২-তে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। 

কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ এবং ‘বি’ দলসহ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দলের টুর্নামেন্ট খেলেছে বাংলাদেশের যুব দল। সেই আসরে ভারতের অনূর্ধ্ব-১৯ বি দলের বিপক্ষে একটা ম্যাচ জিতেছিল বাংলাদেশ তবে অনূর্ধ ১৯ ‘এ’ দলকে হারাতে পারেনি। সেই ভারতের সঙ্গে আজ দুবাইতে সেমিফাইনাল দ্বৈরথ বাংলাদেশের।

তবে এই দুই দলের দেখাটা হতে পারত ফাইনালে। যদি এশিয়া কাপে ভারত-পাকিস্তান যুবদলের দ্বৈরথে জিতত ভারত। কিন্তু পাকিস্তান ৮ উইকেটে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। তাই ‘এ’ গ্রুপের রানার্স আপ ভারতের সঙ্গে বি গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমিফাইনালে দেখা হয়ে গেল আরও একবার। ২০২১ সালের যুব এশিয়া কাপেও ভারতের কাছেই সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ, তার আগে ২০১৯ সালে ফাইনালে হেরেছিল ৫ রানে। আবার এই ভারতকেই ২০২০ সালে যুব বিশ্বকাপের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালের দ্বৈরথে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্স-আপের। সে হিসেবে আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স-আপ ভারতের। এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। এ ছাড়া একই দিনে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 

৩ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি। কালকের সেমিফাইনালেও তার ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ। এ ছাড়া বল হাতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন টাইগার দলপতি মাহফুজুর রহমান রাব্বি। এ তালিকায় শীর্ষে আছেন ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ