আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার আভাস স্কালোনির

লিওনেল স্কালোনি
লিওনেল স্কালোনি  © সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনার উত্তাপ ছড়ানো ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ওতামেন্ডির গোলে স্বাগতিকদের হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচের শেষেই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে নিজের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। 

বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় খেলার শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় সকাল ৭টায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেয়া কোচ লিওনেল স্কালোনি। 

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে ব্রাজিল-আর্জেন্টনা উভয় দলই। ফলে দুই দলের জন্যই আজ ছিল জয়ে ফেরার তাড়া। এমন লক্ষ্য নিয়েই আজ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। এমনই এক ম্যাচ শেষে যেন আরও এক নাটকীয়তার জন্ম দিলেন স্কালোনি। 

ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে স্কালোনি বলেন, "আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে। আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। কারণ এ সময়ে আমার অনেক কিছুই ভাবার আছে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কি করব সেটা নিয়ে ভাবা প্রয়োজন। বিদায় বা এমন কিছু বলছি না। 

স্কালোনি এরপর বলেছেন, তবে আমাকে ভাবতে হবে কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ জটিল কাজ।" ‘খেলোয়াড়েরা আমার কাজটা কঠিন করে তুলেছে। তাই আমাকে একটু ভাবতে হবে। পরে আমি ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব।’

উত্তেজনার ম্যাচে গ্যালারিতে দাঙ্গা, পরিস্থিতি সামাল দিতে আর্জেন্টিনা সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ, এ নিয়ে লিওনেল মেসির অসন্তষ ও মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, দেরিতে শুরু হওয়া ম্যাচে ব্রাজিলের শরীরি ফুটবল, ধাক্কাধাক্কি, ফাউলের ছড়াছড়ি, লাল কার্ড- সব মিলিয়ে প্রবল স্নায়ুচাপের ম্যাচে বিজয়োল্লাসে মাতে স্কালোনির দলই।

আরও পড়ুন: ওতামেন্ডির গোলে জিতল আর্জেন্টিনা

ম্যাচ শেষে কোচিং স্টাফের সবাইকে নিয়ে মারাকানায় ছবি তোলেন স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যমগুলোর ধারণা সবাইকে বিদায় বলতেই এমন ফটোসেশন করেছেন তিনি।

স্কালোনির অধীনে কাতার বিশ্বকাপ জেতার পর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও দারুণ খেলছে আর্জেন্টিনা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান স্কালোনি। পরে তিনি জেতেন ফিফা দ্য বেস্টের বর্ষসেরা কোচের পুরস্কারও। ব্রাজিলকে হারিয়ে স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence