ওতামেন্ডির গোলে জিতল আর্জেন্টিনা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৩ AM
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা আজ মাঠে নেমেছিল। তবে খেলা শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়ে দাঙ্গা। ঐতিহাসিক মারাকানার গ্যালারি হল উত্তপ্ত। যার কারনে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ। ম্যাচ দেরিতে শুরু হলেও শেষ পর্যন্ত ওতামেন্ডির গোলে স্বাগতিকদের হারিয়ে ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।
বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় খেলার শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি শুরু হয় সকাল ৭টায়। ২০২১ সালে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে এ মারাকানা স্টেডিয়ামে দুদলের ম্যাচ বাতিল হয়েছিলো।
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে ব্রাজিল-আর্জেন্টনা উভয় দলই। ফলে দুই দলের জন্যই আজ ছিল জয়ে ফেরার তাড়া। এমন লক্ষ্য নিয়েই আজ ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা।
ম্যাচের প্রথমার্ধ শেষ হবার আগে গোল করার একাধিক সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। তবে মার্কিনিয়োস, রগ্রিগোরা সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারায় শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফেরার পর অবশ্য কিছুটা ছন্দ ফিরে পায় সেলেসাওরা। বেশ কয়েকবারই আক্রমণে আলবিসেলেস্তেদের রক্ষণে চিড় ধরিয়ে গোল করার সুযোগ সৃষ্টি করেছে জেসুসরা। ৫৪ মিনিটে রাফিনফার নেয়া একটি শট ব্যর্থ হয় জালের দেখা পেতে। এর ৪ মিনিট গ্যাব্রিয়েল মার্টিনেল্লির নেয়া একটি শটও ব্রাজিলকে এগিয়ে দিতে ব্যর্থ হয়।
এদিকে ব্রাজিলের একের পর এক সুযোগ হারাবার ফাঁকে প্রথম গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ৬৩ মিনিটে জিওভানি লা সেলসোর দেয়া পাসে বল পেয়ে দারুণ এক হেডে বল জালে পাঠান নিকোলাস ওতামেন্দি। বল ঠেকাতে ব্যর্থ অ্যালিসন। ফলে এক গোলে য় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জিতে যায়।
পুরো ম্যাচে গোল হয়েছে একটিই। তাতেই নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।