বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় বিরাট কোহলি

বিরাট কোহলি
বিরাট কোহলি  © সংগৃহীত

ভারতের আর দশটা তরুণের মতো কোহলিও যে ক্রিকেট ঈশ্বর শচিন টেন্ডুলকারকেই নিজের আদর্শ মেনে বড় হয়েছেন। এমন নৈপুণ্যের পর বিশ্বকাপ না জেতার আক্ষেপ সঙ্গী করেই শেষ করতে হলো আসর। তবে নিজের আদর্শের মতো হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

এবারের বিশ্বকাপের ১১টি ম্যাচ, ৭৬৫ রান, ৯৫.৬২ গড়, ৯০.৩১ স্ট্রাইক রেট। সেঞ্চুরি ৩টি, হাফসেঞ্চুরি ৬টি। ২০২৩ বিশ্বকাপে বিরাট কোহলির পরিসংখ্যান। তিনিই একমাত্র ব্যাটসম্যান যে বিশ্বকাপের এক আসরে সাতশ’র বেশি রান করলেন।

২০০৩ সালে ১৬ বছরের তরুণ কোহলি হয়তো টেলিভিশনে দেখেছিলেন নিজের আদর্শ ব্যাটসম্যানের এক আসরে ৬৭৩ রান করার কীর্তি।

অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যাচ জেতানো অজি ব্যাটার ট্রেভিস হেড। ফাইনাল ম্যাচে হেড শুধু ১৩৭ রানের ইনিংস খেলেননি, তিনি দেশকে ষষ্ঠবার চ্যাম্পিয়নে হতে নেতৃত্ব দিয়েছেন। স্বীকৃতিও পেয়েছেন ম্যাচ শেয়ার হওয়ার।


সর্বশেষ সংবাদ