ডোনাল্ড একজন কিংবদন্তি এবং ভদ্রলোক: মাহমুদউল্লাহ রিয়াদ

ডোনাল্ড এবং মাহমুদউল্লাহ রিয়াদ
ডোনাল্ড এবং মাহমুদউল্লাহ রিয়াদ  © সংগৃহীত

বিশ্বকাপের পরপরই বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড। চলতি মাসেই শেষ হওয়ার কথা ছিল অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি। তবে তার কিছুটা আগেই বিশ্বকাপ শেষ হতেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন তিনি। কিংবদন্তি এই কোচের বিদায়ে ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ১১ মিনিটে কিংবদন্তি এই কোচের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। সত্যি দারুণ একজন মানুষ। আপনার সঙ্গে কাজ করতে পারা সত্যি আনন্দের। 

এর আগে, রোববার (১২ নভেম্বর) ভারত থেকে টিম বাংলাদেশ ফিরলেও দলের সঙ্গে ঢাকায় আসেননি  ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। ‘ফাস্ট বোলিং কোচ’ হিসেবে কার্যকাল শেষ হওয়ার পর নিজের শিষ্যদের কাছ থেকে বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি।

যেখানে ডোনাল্ড লেখেন, ‘আপনাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে আমাকে কাজ করার সুযোগ ও দায়িত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা একটি শক্তিশালী বোলিং ইউনিট তৈরি করেছি। যেটি ভালো একটি অভিজ্ঞতা অর্জন করেছে।

আরও পড়ুন: পাপন-সাকিবের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ

তিনি আরও লেখেন, আমি টিম ও কোচিংয়ের সদস্যদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমি প্রচণ্ড আগ্রহ নিয়েই আপনাদের খোঁজখবর নিব। উষ্ণ বার্তা ও সমর্থনের জন্য বাংলাদেশ ক্রিকেটের সকল আবেগী ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।’

খেলোয়াড়ি জীবনে বলের গতির জন্য বিখ্যাত ছিলেন ডোনাল্ড। খ্যাতি পেয়েছিলেন সাদা বিদ্যুৎ নামে। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ওটিস গিবসনের বিদায়ের পর বিসিবি ডোনাল্ডকে তার স্থলাভিষিক্ত করে। তার অধীনে পেসারদের উন্নতি লক্ষণীয় ছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়। আগামী নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আছে বিসিবির।


সর্বশেষ সংবাদ