বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

বাংলাদেশ শিবিরে বড় ধাক্কা। চলমান ওয়ানডে বিশ্বকাপ থেকে ইনজুরির কারণে ছিটকে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বাকি ১ ম্যাচে খেলবেন না তিনি। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই শেষ ম্যাচ পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না তিনি। জানা গেছে আজই দেশে ফিরতে যাচ্ছেন সাকিব। 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় বাম হাতে চোট পাওয়ায় এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গিয়েছে টাইগার অলরাউন্ডারের। 

তার পরিবর্তে এক ম্যাচের জন্য দলে কেউ যোগ দিবে কিনা তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায় নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে স্কোয়াডে বাড়তি কাউইকেই যুক্ত করবে না টাইগার ক্রিকেট বোর্ড। কেননা বাংলাদেশের অজিদের বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি জয়ের পথে ব্যাট হাতে করেছিলেন ৬৫ বলে ৮২ রান। 

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম বলেন, ‘ইনিংসের শুরুতে সাকিব তার বাঁ হাতের তর্জনীতে আঘাত পায়। পরে হাতে টেপ পেঁচিয়ে ও ব্যথানাশক ওষুধ খেয়েই সে ব্যাটিং চালিয়ে গিয়েছিল। পরবর্তীতে ম্যাচ শেষে দিল্লিতে তার হাতে জরুরি এক্স-রে করা হয়। যেখানে নিশ্চিত হয় তার বাঁ হাতের পিপ জয়েন্টে চিড় ধরা পড়ে। সুস্থ হতে সাকিবের তিন থেকে চার সপ্তাহ লাগবে। 

আরও পড়ুন: সাকিবকে টাইমড আউটের বুদ্ধি যিনি দিয়েছিলেন

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আগে ৭ ম্যাচে সাকিব ব্যাট হাতে করেছিলেন ১৮৬ রান। বল হাতে তুলে নেন ৯ উইকেট। ইনজুরির কারণে তিনি একটি ম্যাচ খেলতে পারেননি। 


সর্বশেষ সংবাদ