তামিমের পর শান্তকে সাজঘরে ফেরালেন আফ্রিদি

আফ্রিদির বলে দিশেহারা বাংলাদেশ
আফ্রিদির বলে দিশেহারা বাংলাদেশ  © সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কলকাতার ইডেন পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে আফ্রিদির বলে প্রথম ওভারেই সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম। এরপর ক্রিজে আশা নাজমুল হোসেন শান্তও ফিরে গেছেন দ্রুতই। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেনে সাকিব-বাবরের লড়াই শুরু হয় দুপুর আড়াইটায়। পাকিস্তানের বিরুদ্ধে সাকিবরা খেলবেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থেকে। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পাকিস্তান। 

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি লাল-সবুজ দলের। দলীয় রানেরখাতা খোলার আগেই প্রথম উইকেট হারানোর পর ৬ রানের মাথায় দ্বিতীয উইকেট হারায় সাকিব বাহিনী। 

দুই দল পরস্পরের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ৩৫টি। বাংলাদেশের ৫ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৩৩টি। বিশ্বমঞ্চে এ নিয়ে তৃতীয়বার দেখা হচ্ছে দুই দলের। এর আগে, দুই বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। দুই দলই একবার করে ম্যাচ জিতেছে।

বাংলাদেশর একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।


সর্বশেষ সংবাদ