সমকামবিরোধী শ্লোগানের দায়ে নিষিদ্ধ পিএসজির ৪ ফুটবলার
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ০৪:৫১ PM
ম্যাচের মধ্যে প্রতিপক্ষক খেলোয়াড়দের উদ্দেশ্যে সমকামবিরোধী শ্লোগান দেওয়ার অভিযোগে পিএসজির ৪ ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের এ কর্মকান্ডের জন্য এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল (৫ অক্টোবর) এই চার ফুটবলারকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানায় লিগ দে ফুটবল প্রফেশনেল (আইএফএল)। মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটান তারা।
নিষেধাজ্ঞা পাওয়া চার তারকা ফুটবলার হলেন— রান্দাল কোলো মুয়ানি, উসমান দেম্বেলে, আশরাফ হাকিমি ও লেভিন কুরজাওয়া।
আরও পড়ুন: আর্জেন্টিনা দলে ফিরলেন চোটে আক্রান্ত মেসি
গত ২৪ সেপ্টম্বর ঘরের মাঠে ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জয়লাভ করে পিএসজি। ম্যাচে সফরকারীদের লক্ষ্য করে সমকামবিরোধী স্লোগান দিতে দেখা যায় পিএসজি সমর্থকদের। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় স্বাগতিক খেলোয়াড়রাও এতে যুক্ত ছিলেন।
এদিকে একই কারণে শাস্তি পেয়েছে পিএসজিও। এক ম্যাচের জন্য নিজেদের স্টেডিয়ামের উতেই স্ট্যান্ড বন্ধ রাখতে হবে তাদের।