নতুন জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কিউইরা

উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন
উইকেট নেওয়ার পর বাংলাদেশ দলের উদযাপন  © সংগৃহীত

ম্যাচের শুরুতে ১৬ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ সামাল দিতে পঞ্চাশ ছাড়ানো জুটি উপহার দিয়েছেন হেনরি নিকোলস ও ওপেনার উইল ইয়াং। ১৯তম ওভারে বল করতে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ওভারেই এই জুটির পঞ্চাশ পূরণ হয়েছে। 

নতুন ব্যাটার চ্যাড বাওয়েস বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র ৩ বল খেলে ১ রান করে নুরুল হাসান সোহানের সহজ ক্যাচ হন তিনি। টানা দ্বিতীয় ওভারে উইকেটের দেখা পেলেন মোস্তাফিজুর রহমান। নবম ওভারের দ্বিতীয় বলে নিউ জিল্যান্ড হারালো দ্বিতীয় উইকেট। বাঁহাতি পেসার তার আগের ওভারে ফিন অ্যালেনকে সোহানের ক্যাচ বানান। ১৬ রানে ২ উইকেট পড়লো নিউ জিল্যান্ডের। ১৩ ওভারে ২ উইকেটে ৪১ রান নিউ জিল্যান্ডের। উইল ইয়াং ৩৪ ও হেনরি নিকলস ২৯ রানে অপরাজিত আছেন।

ম্যাচে রিভিউ না নিয়ে ভুল করে বাংলাদেশ; ১৬তম ওভারের দ্বিতীয় বলে উইল ইয়াংয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন তানজিম হাসান সাকিব। আম্পায়ার মাথা নেড়ে তা প্রত্যাখ্যান করেন। তবে রিপ্লেতে দেখা গেছে আউট হতেন নিউ জিল্যান্ড ব্যাটার। লিটন দাস রিভিউয়ের সিদ্ধান্ত না নেওয়ায় হতাশ হলো বাংলাদেশ। রিপ্লেতে দেখা গেছে বল স্টাম্পে আঘাত করেছে, ইম্প্যাক্টও ঠিক ছিল। ২৩ ওভারে ২ উইকেটে ৮০ রান নিউ জিল্যান্ডের।

বৃষ্টির পর খেলা শুরু হলে মোস্তাফিজুর রহমান তার শেষ বলে ফিন অ্যালেনের কাছে চার হজম করেন। পরের ওভারের প্রথম বলেই পান সাফল্য। অ্যালেনকে বাংলাদেশি উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচ বানান বাংলাদেশি পেসার। ২০ বলে ৯ রান করে থামেন অ্যালেন। ৬.১ ওভারে ১৪ রানে ১ উইকেট হারালো নিউ জিল্যান্ড। ৭ ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। উইল ইয়াং ৫ ও চ্যাড বাওয়েস ১ রানে অপরাজিত আছেন। 

ম্যাচের শুরুতে ৪.৩ ওভার বল হতেই মিরপুরে বন্ধ হয়ে যায় খেলা। নামে বৃষ্টি। ব্যস্ত হয়ে পড়েন মাঠ কর্মীরা। প্রায় দুই ঘণ্টা চলে গেছে বৃষ্টির পেটে। তাতে দুই ইনিংস থেকে আটটি ওভার কেটে ফেলা হয়েছে। খেলা হবে ৪২ ওভার করে। কোনও উইকেট না হারিয়ে নিউ জিল্যান্ডের রান ৯। আবার শুরু হয়েছে খেলা। প্রথম পাওয়ার প্লে ১ থেকে ৯ ওভার। দ্বিতীয় পাওয়ার প্লে ১০ থেকে ৩৪ ওভার এবং শেষ পাওয়ার প্লে ৩৫ থেকে ৪২ ওভার। দুজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করে বল করতে পারবেন, তিন বোলার সর্বোচ্চ ৮ ওভার করে বল করবেন।

এ দিন প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির চোখ রাঙানির মধ্যে দুই প্রান্ত থেকে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের গতিতে সুবিধা করতে পারছে না নিউ জিল্যান্ড। ৪.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯ রান করেছে তারা। পঞ্চম ওভারে নেমেছে বৃষ্টি, আপাতত মাঠ ঢাকা কাভার দিয়ে। উইল ইয়াং ৩ ও ফিন অ্যালেন ৫ রানে অপরাজিত আছেন।

বিশ্বকাপের দল চূড়ান্তের সিরিজে খেলতে নেমেছে বাংলাদেশ। ভারতে যাওয়ার আগে এটাই শেষ ওয়ানডে সিরিজ। নিউ জিল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে তারা। বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। মূল্যায়নের সিরিজের প্রথম ম্যাচে ফেরানো হয়েছে সৌম্য সরকারকেও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বাওয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককনচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।


সর্বশেষ সংবাদ