ভারতকে হারানোর পর আই লাভ ইউ, সাকিবকে শিশির

সাকিব ও সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির
সাকিব ও সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির  © সংগৃহীত

চলতি এশিয়া কাপে কোনো ম্যাচে হারেনি ভারত। তবে বাংলাদেশের বিপক্ষে রোহিত শর্মা ৬ রানে হারের তিক্ত স্বাদ পেয়েছে। ভারতকে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান। এশিয়া কাপে ভারতকে ২০১২ সালে হারিয়েছিল বাংলাদেশ। এরপরে দলটির বিপক্ষে জয় বঞ্চিত ছিল লাল-সবুজের দল। তবে দীর্ঘ ১১ বছর শেষে সেই জয়খরা কাটালো টাইগার বাহিনী। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। 

প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টাইগাররা। শুরুতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় জুটি। পরবর্তীতে দলের রান বড় করতে সহযোগিতা করেন শেখ মেহেদী এবং নাসুম আহমেদ। জবাবে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৯ রান করে ভারত। তাতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল।

এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষের ম্যাচটিতে ক্ষণে ক্ষণে প্রভাব বিস্তার করেছে দুদল। যেখানে শেষের হাসি ফুটেছে সাকিবদের মুখে। সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির। 

ম্যাচশেষে এক ফেসবুক বার্তায় শিশির লেখেন, ‘ভালোবাসি সাকিব আল হাসান। দারুণ এক জয়, পুরো দলকেই অভিনন্দন।’

ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ৪৩তম বারের মতো ম্যাচসেরা হন সাকিব। ম্যাচটিতে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়েন সাকিব আল হাসান। সাকিব এ পর্যন্ত ৪৩বার ম্যাচসেরা হয়েছেন। বিশ্বেসেরা এই অলরাউন্ডারের সমান ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদিও। ৭৬বার ম্যাচসেরা হয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর ৬৪বার ম্যাচসেরা হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

এর আগে, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। তানজিদ হাসান তামিমের শিকার হয়ে ফেরেন রোহিত শর্মা ও তিলক ভার্মা। পরে শুভমান গিলকে নিয়ে খেলা ধরেন লোকেশ রাহুল। তবে হঠাৎই থেমে যান রাহুল। দলীয় ৭৪ রানে মাহেদীর বলে আউট হন তিনি। পরক্ষণেই ইনফর্ম ইশান কিষানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

একে একে ভারতীয় টপঅর্ডারররা ফিরলেও একপ্রান্ত আগলে থেকে যান ওপেনার শুভমান গিল। দলীয় ২০৯ রানে মাহেদীর শিকার বনেন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে মুস্তাফিজ ও সাকিবের কৌশলী বোলিংয়ে সুপার ফোরের প্রথম জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence