ফাইনালে মেসির গোলে এগিয়ে মিয়ামি

ইতিহাসে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ইন্টার মায়ামি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত দলটি এখন পর্যন্ত কোনো শিরোপা পায়নি। অথচ সেই দলটিকে এখন শিরোপা জয়ের হাতছানি দিয়ে ডাকছে। লিগস কাপের ফাইনালে ডি-বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।
রবিবার (২০ আগস্ট) প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৭টায়। আজকের গোলটি নিয়ে মায়ামি জার্সিতে ৭ ম্যাচ থেকে ১০ গোল করলেন মেসি।
দুই দল এখনো পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। যেখানে ন্যাশভিলের ৪ জয়ের বিপরীতে ইন্টার মায়ামি জিতেছে ২টি। ড্র হয়েছে অন্য দুটি ম্যাচ। আর লিগস কাপে খেলা ৬ ম্যাচের সব কটি জেতা ইন্টার মায়ামি গোল করেছে ২১টি। অন্যদিকে ৬ ম্যাচের ৫টিতে জিতে ফাইনালে ওঠা ন্যাশভিল গোল করেছে ১৫টি।
ইতোমধ্যে এই ম্যাচের টিকিটের দামেও যেন আগুন লেগেছে! বাংলাদেশি মূল্যে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৩ লাখ টাকার কিছু বেশি অঙ্কে পৌঁছে গেছে টিকিটের দাম।