এশিয়া কাপে ১৭ সদস্যের বাংলাদেশ দল

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন  © সংগৃহীত

এশিয়া কাপ শুরু হতে বাকি আর মাত্র ১৯ দিন। ইতোমধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এই আসরের স্কোয়াড দেওয়ার শেষ সময় ১২ আগস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামীকাল শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবে। ঘোষিত সেই দলে ১৭ জন ক্রিকেটারের সুযোগ মিলছে।

ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এশিয়া কাপের দল। শুক্রবার (১১ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ১৭ জন ক্রিকেটার। এশিয়া কাপ ও বিশ্বকাপের (প্রাথমিক) দল শনিবার দিয়ে দেওয়া হবে। এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।’  

এর আগে, বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়। আসন্ন এশিয়া কাপ দিয়ে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন সাকিব।  ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ দল। আর আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন তিনি। 


সর্বশেষ সংবাদ