ছেলের নাম ‘মেসি’ রাখবেন নেইমার

মেসি ও নেইমার
মেসি ও নেইমার  © সংগৃহীত

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল-আর্জেন্টিনা। যতটা দ্বন্দ্ব এ দুই দলের সমর্থকদের মধ্যে বিদ্যমান ঠিক ততটাই গভীর নেইমার-মেসির বন্ধুত্ব। যার প্রমাণ দেখা যায় কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্না কিংবা বিশ্বকাপ জয়ের পর মেসিকে পাঠানো শুভেচ্ছা বার্তায়। তবে একে আরেকধাপ উপরে নিয়েছে  নেইমারের এক বক্তব্য। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল তার ছেলে হলে কী নাম রাখবেন? এক শব্দের উত্তরে নেইমার বলেন, ‘মেসি’।

নেইমার তার ভক্তদের কয়দিন আগে বাবা হওয়ার খুশির সংবাদ জানিয়েছিলেন। তারপর পিএসজি তারকার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানান তাঁরা এক কন্যাসন্তানের বাবা–মা হতে চলেছেন। এবার কন্যাসন্তানের বাবা হলেও ভবিষ্যতে যদি ছেলের বাবা হন, তবে মেসির নামে তার নাম রাখার কথাই বলেছেন নেইমার।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের দাবি কি সরকার মানবে?

মূলত মেসির সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু ২০১৩ সালে নেইমারের বার্সেলোনা যাওয়ার পর থেকেই। কিন্তু ২০১৭ সালে নেইমার বার্সা ছেড়ে পিএসজি চলে গেলে সাময়িক ছেদ পড়ে দুজনের সম্পর্কে। মাঝে মেসি একবার নেইমারকে বার্সায় ফেরানোর উদ্যোগও নিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। তবে মেসি না পারলেও নেইমার ঠিকই পেরেছেন দুজনকে ফের এক বিন্দুতে মেলাতে। ২০২১ সালে মেসিকে বাধ্য হয়ে বার্সা ছাড়তে হলে এগিয়ে আসে পিএসজি। আর মেসির জন্য প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ করে দিয়েছিলেন নেইমারই। 

এতদিন ফরাসি ক্লাব পিএসজিতে মেসি-নেইমার একসঙ্গে খেললেও আগামী মৌসুমে সেটি আর দেখা যাবে না। ইতোমধ্যেই পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের ক্লাব ছাড়া নিয়েও সম্প্রতি ইতিবাচক মন্তব্য করেছেন নেইমার। সবমিলিয়ে, তারকা এই দুই ফুটবলারের বন্ধুত্ব যে গভীর সেটিই প্রমাণিত হচ্ছে বার


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence