অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন: মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি  © সংগৃহীত

মেসি কিছুদিন আগেই জানিয়েছেন, জাতীয় দলের জার্সি গায়ে তাকে আর দেখা যাবে না বিশ্বকাপের মঞ্চে। কাতার বিশ্বকাপের ফাইনালে লুসাইলের মাঠে সেই শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তটা নিয়েই তিনি কাটিয়ে দিতে চান অনাগত দিনগুলো। ২০২৬ বিশ্বকাপ যখন মাঠে গড়াবে মেসির বয়স বেড়ে হবে ৩৯ বছর। ওই বয়সে পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাওয়া বিরল। এবার এক সাক্ষাতকারে মেসি বলেন, অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।

বিভিন্ন সাক্ষাৎকারে মেসি বারবারই অবসর কবে নিচ্ছেন সেই প্রশ্নের সম্মুখীন হন। কোনোবারই তারকা এই ফুটবলার সরাসরি উত্তর দেন না সেই প্রশ্নের। একের পর এক গুঞ্জন উঠছে আন্তর্জাতিক ফুটবলকে তার বিদায় জানানো নিয়ে। তবে ২০২৬ বিশ্বকাপ না খেললেও ২০২৪ কোপা আমেরিকা খেলতে চান সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।

বেইন স্পোর্টসকে দেয়া সেই সাক্ষাৎকারে মেসি ইঙ্গিত দিয়েছিলেন ২০২৬ সালের বিশ্বকাপের আগেই বিদায় নেবেন তিনি, কাতার বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। মেসির ভাষ্য ছিল, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

সম্প্রতি কবে ফুটবল থেকে অবসর নেবেন তা নিয়ে কথা বলেছেন মেসি। আর্জেন্টিনার পাবলিকা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে মেসি বলেন, 'আমি এখনও জানি না কবে (অবসর নিবো)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন।'

আরও পড়ুন: মায়ামিতে মেসির ম্যুরালের দাঁতে বেকহ্যামের তুলির আঁচড়

তিনি আরও বলেন, ‘আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারব।’

এদিকে মেসির মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলেন, যে সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমরা খুব খুশি। নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগে আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের লিগে খেলছি বলে এটা মোটেও আমার মানসিকতায় পরিবর্তন আনবে না। আমার ক্লাবের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং সর্বোচ্চটা দেবো।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির জন্য অপেক্ষায় রয়েছে ইন্টার মিয়ামির সমর্থকেরা। চলতি মাসের ২১ তারিখ মেসির অভিষেক হবে বলে শুরুতে জানা গিয়েছিল। তবে এর আগেই ভক্তদের সামনে ইন্টার মিয়ামির জার্সি পরে হাজির হচ্ছেন মেসি। ক্লাবটি শুক্রবার (৭ জুলাই) জানিয়ে দিয়েছে, মেসিকে সমর্থকদের সামনে আনার জন্য ‘দ্য আনভেইল’ নামের আয়োজন হবে আগামী ১৬ জুলাই। ইন্টার মায়ামির নিজেদের মাঠে এ আয়োজন করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence