বিদায়বেলায় মেসিকে নিয়ে নেইমারের আবেগী স্ট্যাটাস
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুন ২০২৩, ০৮:৩২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
লিওনেল মেসি পরবর্তী মৌসুমে আর পিএসজিতে থাকছেন না। সার্জিও রামোসও ইতোমধ্যে পিএসজি ছেড়ে গেছেন। নেইমারের থাকা না থাকার বিষয়টিও ঝুলন্ত রয়েছে।
মেসির বিদায়বেলায় নেইমার তার অফিসিয়াল ফেসবুক পেজে থেকে একটি আবেগী স্ট্যাটাস দিলেন। সেখানে তিনি লিখেছেন, 'ভাই আমার..আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। কিন্তু আমরা চেষ্টা করেছি। তোমার সঙ্গে আরও ২ বছর কাটাতে পারাটা দারুণ ছিল। শুভকামনা তোমার নতুন মঞ্চে, ভালো থেকো। আমি তোমাকে ভালোবাসি।'
এর আগে বার্সেলোনাতেও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। জানা গেছে, নেইমারও চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়তে পারেন।