রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গকে গোল বন্যায় ভাসাল পর্তুগাল

রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গের মাঠে ৬-০ গোলে জয় পেয়েছে
রোনালদোর জোড়া গোলে লুক্সেমবার্গের মাঠে ৬-০ গোলে জয় পেয়েছে  © সংগৃহীত

চলমান ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ছেলে খেলা করল রোনালদোর পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো বারবার প্রমাণ করছেন তিনিই সেরা। একের পর এক রেকর্ডও গড়ে চলছেন। জোড়া গোল করেছেন দলের হয়ে সিআরসেভেন। ইউরো বাছাইপর্বে পর পর দুই ম্যাচে জোড়া গোল করেন দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

রোববার (২৬ মার্চ) লুক্সেমবার্গের মাঠে ৬-০ গোলে জয় পেয়েছে তারা। শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে পতুর্গাল। 

দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ের পার্থক্য ৮৩। যেখানে পর্তুগালের বর্তমান র‍্যাঙ্কিং ৯, সেখানে লুক্সেমবার্গের ৯২তম স্থানে। এমন এক দলের বিপক্ষে কেমন ফল হবে তা আগেই আঁচ পাওয়া গিয়েছিলো।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে চলে যায় পর্তুগাল। প্রথম গোল পেতে বেশিক্ষণ সময় লাগেনি পর্তুগালের। ম্যাচের ৯ মিনিটে দলকে এগিয়ে দেন আল নাসরের ফুটবলার রোনালদো। নুনো মেন্দেসের পাস থেকে গোল করেন পর্তুগিজ রাজা।

রোনালদোর জাদুতে লুক্সেমবার্গকে গোল বন্যায় ভাসাল পর্তুগাল

ম্যাচের ১৫ মিনিটে আবারও গোল পায় পর্তুগাল। এবার গোল করেন চেলসির ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। ১৮ মিনিটে বার্নার্ডো সিলভা এবং ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।  যা পর্তুগালের জার্সিতে ১২২তম গোল। বিরতির আগে আরও গোল করার সুযোগ পেয়েছিলো পর্তুগাল। 

ছবি : সংগৃহীত

ম্যাচের ৬৫তম মিনিটে রোনালদোকে বসিয়ে দেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। রোনালদোর বদলি হিসেবে নামেন গোঙ্কালো রামোস।

৭৭ মিনিটে আবারও গোল পায় পর্তুগাল। এবার গোল স্কোরার ওটাভিও। তার কিছুক্ষণ পর পেনাল্টি পায় পর্তুগাল। তবে রাফায়েল লিয়াওর নেয়া পেনাল্টি ঠেকিয়ে দেন লুক্সেমবার্গের গোলকিপার মরিস। কিন্তু পেনাল্টি মিসের তিন মিনিট পরই গোল পান সেই রাফায়েল লিয়াও। শেষ পর্যন্ত লুক্সেমবার্গকে ৬-০ গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে পর্তুগাল।

ইউরো বাছাইয়ের প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ 'জে'র শীর্ষে রয়েছে রোনালদোর দল।


সর্বশেষ সংবাদ