আম্পায়ারদের উপর চড়াও হলেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হঠাৎ করেই আম্পায়ারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন সাকিব আল হাসান উত্তেজনা। মঙ্গলবার (১০ জানুয়ারি)  রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে নামে বরিশালের দুই ওপেনার চতুরঙ্গ ডি সিলভা আর এনামুল হক বিজয়। তখন হঠাৎ করেই মাঠে প্রবেশ করেন সাকিব। তর্কে জড়ান আম্পায়ারদের সঙ্গে।

প্রাথমিকভাবে বোঝ যায়নি কি নিয়ে এতটা উত্তেজিত হয়ে উঠেছেন সাকিব আল হাসান। পরে জানা যায়, ফরচুন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা আর এনামুল হক বিজয় যখন মাঠে যান তা দেখে বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানের হাতে বল তুলে দেন। রংপুরের ধারণা ছিল স্ট্রাইকে থাকবেন ডানহাতি এনামুল হক বিজয়। পরে যখন দেখা গেলো বাঁ-হাতি ব্যাটার চতুরঙ্গ প্রথম বল ফেস করবেন, তখন রংপুর অধিনায়ক বাঁ-হাতি স্পিনার রাকিবুলের পরিবর্তে অফস্পিনার মেহদি হাসানকে বল করতে বলেন।

ওদিকে ফরচুন বরিশাল ক্যাপ্টেন সাকিবও ড্রেসিংরুম থেকে তখন চতুরঙ্গ ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে নিতে চেষ্টা করেন। কিন্তু আম্পায়াররা তা মানতে রাজি হননি। সে কারণে রেগেমেগে প্রথমে দুই ওপেনারকে সাজঘরে ফেরার সঙ্কেত দেন সাকিব। পরে মাঠে ঢুকে আম্পায়ারদের সাথে উত্তেজিত ভাষায় কথা বলতে থাকেন। এক পর্যায়ে শান্ত হয়ে সাজঘরে ফেরেন।

আগের ম্যাচেও মাঝপথে হঠাৎ উত্তেজিত হয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর আগে একবার ঢাকা প্রিমিয়ার লিগে স্টাম্পে লাথি মেরে শিরোনামে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


সর্বশেষ সংবাদ