ফুটবলকে বিদায় বলে দিলেন গ্যারেথ বেল

গ্যারেথ বেল
গ্যারেথ বেল  © সংগৃহীত

ওয়েলসকে ফুটবলক বিশ্বমঞ্চে ৬৪ বছর পর তুলে আনার অন্যতম নায়ক গ্যারেথ বেল। কিন্তু গ্রুপপর্ব থেকেই বাদ পড়াতে স্মরণীয় করে রাখতে পারেনি তার দেশকে। বিশ্বকাপ শেষে তাই দল ও নিজের হতাশাজনক পারফরম্যান্সে অনেকটাই ভেঙে পড়েছিলেন এই তারকা ফুটবলার। এবার তা সত্যি করে সব ধরনের ফুটবলকেই বিদায় জানালেন বেল। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব পর্যায়েও আর খেলবেন না তিনি। 

সোমবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি পৃথক বিবৃতিতে তাৎক্ষণিকভাবে জাতীয় দল ও ক্লাব ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানান বেল।

গ্যারেথ বেল বলেন, স্বদিচ্ছায় ও স্বজ্ঞানে সবকিছু বিবেচনা করে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করছি। আমার সকল সাবেক ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই সময় জীবনের পরবর্তী পর্ব শুরু করার।

দেশের হয়ে ১১১টি ম্যাচে ৪১টি গোল করা বেল বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তকে তার ক্যারিয়ারের কঠিনতম বলেও উল্লেখ করেছেন।

দেশ ওয়েলসের হয়ে সর্বাধিক ম্যাচ এবং সবচেয়ে বেশি গোল করা বেল ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার লা লিগা খেতাব জিতেছেন। টটেনহ্যাম হটস্পার ও রিয়াল মাদ্রিদে খেলা বেল গত মৌসুমে ছিলেন মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে। এমএলএস কাপও জেতেন।

আরও পড়ুন: মেসিদের বাংলাদেশে আনতে খরচ হবে ১০২ কোটি টাকা

ওয়েলসের মতো দেশের ফুটবলার হয়ে ফুটবল ইতিহাসে অনন্য এক রেকর্ড গড়েন বেল। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ মিলিয়ন ইউরোর ক্লাবে জায়গা করে নেন বেল। রিয়াল মাদ্রিদের হয়ে তার অর্জনটাও নেহায়েত কম নয়। ২০১৩ সালে লা লিগার জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়ে ২৫৮ ম্যাচে করেছেন ১০৬টি গোল, অ্যাসিস্ট করেন ৬৭টি।

রিয়ালে দুর্দান্ত এক সময় কাটানোর পর ২০২২ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন বেল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence