মিরাজকে নিজের জার্সি উপহার দিলেন কোহলি

জার্সি উপহার
জার্সি উপহার  © ফাইল ফটাে

বাংলাদেশ ক্রিকেট দলের উদীয়মান তারকা মেহেদী হাসান মিরাজকে নিজের জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। রোববার (২৫ ডিসেম্বর) মিরপুর টেস্ট শেষে কোহলি উপহার তুলে দেন মিরাজের হাতে। যদিও গতকাল মেহেদী মিরাজ ও কোহলির মধ্যে হয়েছিল রেশারেশি।

গতকাল শনিবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে বিরাট কোহলির উইকেট শিকারের পর ব্যাপক উদযাপন করেন মিরাজ। যা দেখে বেজায় চটে যান কোহলি। পরে আম্পায়ার ও অধিনায়ক সাকিবের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। 

ঢাকা টেস্ট জয়ের পর রোববার দুপুরে মিরপুরে সেই কোহলিকেই পাওয়া গেল ভিন্ন রূপে। মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়ে খোশ মেজাজে কথা বলেছেন তার সাথে। শুধু মিরাজই নয়, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেছেন।

মিরাজকে নিজের ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন কোহলি। সেখানে লিখে দিয়েছেন শুভকামনার বার্তাও। তারকা ব্যাটারের থেকে এমন উপহারে উচ্ছ্বসিত মিরাজ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির থেকে পাওয়া বিশেষ উপহার।’ 


সর্বশেষ সংবাদ