কুঁচকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন—নেইমারদের খোঁচা দিয়ে মেসিদের উল্লাস

নেইমারদের খোঁচা দিয়ে মেসিদের উল্লাস
নেইমারদের খোঁচা দিয়ে মেসিদের উল্লাস  © সংগৃহীত

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দেশের লড়াইয়ের ইতিহাস বহু পুরনো। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় নেইমাররা। সেমিফাইনালে সেই ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। তাই মেসিদের উল্লাস একটু বেশি মাত্রা পেয়েছে। আর্জেন্টিনার ড্রেসিংরুমে এই উদযাপন রীতি হয়ে উঠেছে। শিরোপা জেতা বা বড় ম্যাচ জেতার পর ড্রেসিংরুমের উদযাপনে ব্রাজিলকে টেনে আনে আর্জেন্টিনা দল। ব্রাজিলকে খোঁচা মেরে সমর্থকদের বানানো গানে তাদের নাচতে দেখা যায়। মেসিদের সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে আলবিসেলেস্তেরা। ২০০২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের খোঁচা দিয়ে গান গেয়ে নিজেদের উদযাপন করেছে আনহেল ডি মারিয়ারা। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সেমিফাইনালে জেতার কিছুক্ষণ পরই আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে এসে উদযাপন শুরু করে। আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ইনস্টাগ্রামে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে মেসিকে ব্রাজিলের হয়ে আর্জেন্টিনা ভক্তদের সুর করা একটি গান গাইতে দেখা যায়। গানটি আর্জেন্টিনার ফুটবলে জনপ্রিয় এবং সাফল্যের পর আর্জেন্টিনা জাতীয় দলের উদযাপনে অনেকবার গাওয়া হয়েছে।

আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা নিকোলাস ওটামেন্ডির ইন্সটাগ্রামে প্রকাশিত ভিডিও দেখা যায় আলবিসেলেস্তেরাদের বিজয় উল্লাস ও ব্রাজিলকে খুঁচিয়ে গান গাওয়ার মুহূর্তটি।

আরও পড়ুন: মরক্কোর ইতিহাস নাকি চ্যাম্পিয়ন ফ্রান্সের আরেকবার ফাইনাল

গানের কিছু লাইনের বাংলা অর্থ তুলে দেওয়া হলো, ব্রাজিলের কী হল, কুঁচকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন। মেসি রিও রওনা হয়ে কাপ নিয়েই গেল। আমরা আর্জেন্টাইন ব্যান্ড এবং আমরা সবসময় প্রেরণাদীপ্ত থাকব। চোখে যে আমাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন, আমরা আর্জেন্টাইন। 

‘মার্কা’ জানিয়েছে, গানের দ্বিতীয় অংশটি গেয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ভক্তদের সঙ্গে। ম্যাচের শেষ মুহূর্তে বিখ্যাত লুসিল স্টেডিয়ামে গান গেয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। অ্যাঞ্জেল ডি মারিয়াকেও টিভিতে সমর্থকদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।

রেফারি ড্যানিয়েল ওরসাতো চূড়ান্ত বাঁশি বাজানোর পর স্টেডিয়াম গানে ভরে যায়। গত কোপা আমেরিকা জয়ের পর মেসি তার উদযাপনে ব্রাজিলকে নিয়ে গান গেয়েছেন।

সূত্র : মার্কাগোল ডটকম


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence