কোরিয়ার বিপক্ষে নেইমারসহ যেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

যেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
যেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ  © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেরা একাদশ নিয়েই নামছে হেক্সা প্রত্যাশীরা। বিশ্বকাপের ২২তম আসরের শেষ আটে জায়গা নিশ্চিত করতে ব্রাজিলকে অবশ্যই এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়াকে পরাজিত করতে হবে। বুক থেকে যেনো একটা পাথর নেমে গেল ব্রাজিলের। নেইমার ফিরছেন এর চেয়ে আর খুশির সংবাদ এ মুহূর্তে কী হতে পারে। গোড়ালির চোটের পর দশ দিনের পুনর্বাসন শেষে তাকে আবারও পাওয়া যাচ্ছে এটাই অবাক করা বিষয়। 

সোমবার (৫ ডিসেম্বর) বিশ্বমঞ্চের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে বড় চমক দিতে চাইবে কোরিয়ানরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে দল দুটি।

গ্রুপ পর্বে চমক দেখানো এশিয়ান দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন প্রফেসর তিতে। আর কোরিয়ার সঙ্গে সেলেসাওদের লড়াইটা অপ্রত্যাশিত না। কারণ, গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়া পর্তুগালের সঙ্গে জিতেছে আর সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করে নক-আউটে জায়গা করে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

কাতার এসে প্রতিপক্ষরা না যতটুকু চ্যালেঞ্জ জানিয়েছে তার চেয়ে বেশি চ্যালেঞ্জ সেলেসাওদের নিতে হয়েছে ফুটবলারদের চোটের বিপক্ষে। শেষ মুহূর্তে জেসুস আর টেলেসের ছিটকে যাওয়াও বেশ অস্বস্তিতে ফেলেছে ম্যানেজমেন্টকে। যেটা এখনও অব্যাহত আছে অ্যালেক্স সান্দ্রোর অনুপস্থিতিতে। দানিলো গোড়ালির চোট থেকে সেরে উঠছেন। এডার মিলিতাওর সঙ্গে ডানে খেলতে পারেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোচ তিতে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখেছেন। নক-আউটের ম্যাচে একাদশে ফিরছেন ইনজুরি থেকে উঠে আসা ব্রাজিলিয়ান দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। তাকে সঙ্গ দেবেন তরুণ ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহা।

ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন সেন্টার ফরোয়ার্ডে। মিডফিল্ডের দুই প্রান্তে যথারীতি কাসেমিরো ও লুকাস পাকেতা।

আরও পড়ুন: বিশ্বকাপ জিততে এসেছি: এমবাপ্পে

রক্ষণভাগের মূল দায়িত্বে থিয়াগো সিলভা ও মারকুইনহোস। আর লেফট ও রাইট ব্যাকে জায়গা মিলতে পারে মিলিতাও এবং দানিলোর। তবে অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। এ ক্ষেত্রে ৪-২-৩-১ ফরমেশনে শুরুর একাদশ সাজাবেন সেলেসাও কোচ তিতে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো/দানি আলভেস, কাসেমিরো, লুকাস পাকেতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, নেইমার জুনিয়র।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence