কাতারে ম্যাচ দেখতে গিয়ে যা জানালেন ব্রাজিল ভক্ত তামিম

  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পছন্দের দল ব্রাজিল। প্রিয় দলকে মাঠে বসে সমর্থন জানাতে তিনি পৌঁছে গেছেন কাতারে। লুসাইল স্টেডিয়ামে বসে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দেখবেন ব্রাজিল-সার্বিয়ার ম্যাচ। তার আগে নেইমারদের নিয়ে বাংলাদেশি একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন ফুটবল ও ব্রাজিল নিয়ে তার মনের কথা।

তিনি বলেন, ‘ছোট বেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। সাধারণত আমাদের পরিবারের সবাই ব্রাজিলের সমর্থক। বাবার থেকে এটা পাওয়া।’

আরও পড়ুন: সোমবার বেলা ১১টায় জানা যাবে এসএসসি ফল, জেনে নিন খুঁটিনাটি

এবারই প্রথম সরাসরি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখার সুযোগ পেলেন তামিম। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ম্যাচ হওয়ায় তিনি সুযোগটা হাতছাড়া করতে চাননি।

তামিম বলেন, ‘দেশের খুব কাছে যেহেতু বিশ্বকাপ হচ্ছে তাই সুযোগটা মিস করতে চাইনি। আমি কোনো বিশ্বকাপে খেলা দেখিনি আগে। যে কোনো বিশ্বকাপ দেখতে পারাই সেরা অভিজ্ঞতা। সেটা ক্রিকেট হোক বা ফুটবল। তো আমার জন্য এটা সেরা অভিজ্ঞতা। অনেকের কাছে শুনেছি পরিবেশটা অনেক দারুণ। তো আশা করছি একটা দারুণ দৃশ্য উপভোগ করব।’

নিজের দেখা প্রথম বিশ্বকাপটা প্রিয় দল ব্রাজিলের ম্যাচ দিয়েই শুরু হবে। তাই তামিম নিজেকে ভাগ্যবানই ভাবছেন। গ্রুপপর্বে নেইমার অবশ্য আরও দুটি ম্যাচ খেলবেন ২৮ নভেম্বর ও ২ ডিসেম্বর। তবে ডিসেম্বরে ভারত সিরিজ থাকাই সে সময় কাতারে এসে খেলা দেখা সম্ভব হবে না তার জন্য। সে জন্য আগে লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিকেই বেছে নিয়েছেন তামিম।’

তিনি বলেন, ‘খুবই ভাগ্যবান যে ব্রাজিলের খেলাই দেখতে এসেছি। আমি জানি বাংলাদেশ থেকে অনেকে বিশ্বকাপ দেখতে আসছে, হয়তো এই ম্যাচে না, পরবর্তী ম্যাচে আসবে। ভারত সিরিজটা কাছাকাছি তাই আজকের ম্যাচটা বেছে নিয়েছি যেন ম্যাচ দেখে আজকেই দেশে চলে যেতে পারি। আমাদের পরশুদিন থেকে অনুশীলন শুরু হবে।’

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘একটু চাপ আছে। আর্জেন্টিনা হেরে যাওয়ার পর যদিও কোনো উদযাপন করিনি তবে মনে মনে খুশি ছিলাম। কিন্তু কালকে জার্মানি হেরে যাওয়ায় একটু ভয় পাচ্ছি। এতদূর থেকে খেলা দেখতে আসছি যদি ফলাফলটা অন্যরকম হয়, কষ্ট পাব। আশা করি প্রত্যাশিত ফলাফলই পাব। নেইমার দারুণ একজন খেলোয়াড়। তার খেলা দেখা ভিন্ন একটা অভিজ্ঞতা। সে নিশ্চয় ভালো করবে। আমার কাছে মনে হয় সে যদি ভালো করে তাহলে ব্রাজিলও ভালো করবে।’

এদিকে বাংলাদেশি আর্জেন্টাইন ও জার্মান সমর্থকদের উদ্দেশে তামিম বলেন, ‘বন্ধু-বান্ধবের মধ্যে খেপাখেপি চলে। বন্ধুদের খেপানো হয় যদি তাদের টিম হেরে যায়। যেহেতু আমি নিজেই একজন খেলোয়াড়, আমি বুঝি হারের যন্ত্রণা। আমার কাছে সবাই গ্রেট টিম। আর্জেন্টিনা বলেন বা জার্মানি বলেন। তারা তাদের পথ খুঁজে নিবে এ বিশ্বকাপে। আমি আপাতত আমার দল (ব্রাজিল) নিয়েই ভাবছি।’

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence