কাতার ফুটবল বিশ্বকাপ
আর্জেন্টিনার হয়ে প্রথম গোল মেসির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৪:১২ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৪:১৯ PM
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। খেলার ১০ মিনিটে লিড নিয়েছে আর্জেন্টিন। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে লিড এনে দেন দলটির সেরা তারকা মেসি।
এর আগে শুরুতেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ২ মিনিটে শট নিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সৌদির গোলরক্ষক আল ওয়াইস ওই শট ফিরিয়ে দেন।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, আলেহান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
সৌদি আরবের একাদশ
আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।