প্রথমার্ধেই ইরানের জালে তিন গোল

কাতার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ইরান। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে শুরু হয় দিনের প্রথম ম্যাচ।

খাতা-কলমে দুই দলের মধ্যে পার্থক্য বিস্তর। ম্যাচের পুরো সময় জুড়ে মাঠে ইংল্যান্ডের প্রাধান্য থাকবে সেটাই স্বাভাবিক। বাস্তবেও হয়েছে তাই। তুলনামূলক দুর্বল ইরানকে কোনো ছাড় দেয়নি ইংলিশরা। বরং, প্রথমার্ধেই ইরানের জালে পর পর তিনবার বল জড়িয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা চালিয়ে যায় ইংল্যান্ড। হ্যারিকেনদের আক্রমণ ঠেকানোই যেন ইরানের লক্ষ্য। তবে ইরানের জমাট বাধা রক্ষণ ভেদ করতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৩৫তম মিনিটে দুর্দান্ত হেডে ইরানের গোলের তালা খোলেন জুড বেলিংহ্যাম। এরপর যেন একেবারেই খেই হারিয়ে ফেলে ইরানের ডিফেন্ডাররা।  ৪৩ মিনিটে দ্বিতীয় গোল করেন বুকায়ো শাকা এবং ৪৫তম মিনিটে তৃতীয় গোল করেন রাহিম স্টার্লিং।

গোলরক্ষক আলিরেজা বেইরানভান্ড আহত হলে খেলা নষ্ট হয় প্রায় ১৪ মিনিট। প্রথমার্ধ শেষ হওয়ার পর এই ১৪ মিনিটকে ইনজুরি টাইম হিসেবে গণ্য করা হয়।

 


সর্বশেষ সংবাদ