আইপিএলে কাড়াকাড়ি হতে পারে বাংলাদেশের তিনজনকে নিয়ে: ভারতীয় গণমাধ্যম

সাকিব, লিটন, তাসকিন
সাকিব, লিটন, তাসকিন  © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ঘটছে নানা অঘটন। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। কিন্তু দলের কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন সবার। আগামী আইপিএলের নিলামে তাঁদের দিকে নজর থাকতে পারে দলগুলির।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও দলের কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। তার ফল তাঁরা পেতে পারেন আইপিএলের নিলামে। ডিসেম্বর মাসে আইপিএলের ছোট নিলাম হওয়ার কথা। সেখানে তিন জন বাংলাদেশি ক্রিকেটারের দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলির।

লিটন দাস: এ বারের বিশ্বকাপে খুব ভাল খেলেছেন লিটন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে তাঁর ইনিংস মুগ্ধ করেছে বিরাট কোহলিকেও। ফিফটি তুলে নিয়েছিলেন মাত্র ২১ বল খেলেই। ম্যাচ শেষে বাংলাদেশের সাজঘরে গিয়ে লিটনকে নিজের ব্যাট উপহার দিয়ে এসেছেন কোহলি। শুরুতে নেমে বড় শট খেলার সহজাত দক্ষতা রয়েছে লিটনের। পেসারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে পারেন। উপমহাদেশের উইকেটেও সফল এই ডান হাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ১৩১৮ রান করেছেন লিটন। স্ট্রাইক রেট ১২৬.৪৮। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। অর্থাৎ, দলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসাবে রাখা যেতে পারে তাঁকে। এ বারের নিলামে তাঁর দিকে নজর রাখতে পারেন দলগুলি।

তাসকিন আহমেদ: চলমান বিশ্বকাপে উড়ন্ত ফর্মে ছিলেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। বল হাতে সব থেকে বেশি নজর কেড়েছেন তিনি । তাঁর সতীর্থ মুস্তাফিজুর রহমান আইপিএলে খেললেও এ বারের বিশ্বকাপে মুস্তাফিজুরকে ছাপিয়ে গিয়েছেন তাসকিন। তাঁর গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটাররা। বিশ্বকাপে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন। নতুন বলে তাঁর উইকেট নেওয়ার দক্ষতার জন্য তাঁর দিকে নজর দিতে পারে আইপিএলের বেশ কিছু দল। ছোট ফরম্যাটের জন্য তাসকিন খুব ভয়ঙ্কর বোলার। কারণ, চার ওভারই একই গতিতে বল করতে পারেন তিনি। তা ছাড়া ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন তাসকিন। সেটাও নজরে থাকবে দলগুলির।

আরও পড়ুন: ২০২৪ বিশ্বকাপে মূল পর্বে খেলতে টাইগারদের সামনে যে সমীকরণ

সাকিব আল হাসান: চলতি বিশ্বকাপ ভাল যায়নি সাকিবের। কিন্তু তাঁর দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে খুব একটা খারাপ খেলেননি তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার সাকিব। ১০৮ ম্যাচে সাকিবের গড় ২১.১১, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮১। ম্যাচে ৪ উইকেট শিকার করেছেন পাঁচবার, পাঁচ উইকেট এক ম্যাচে। গত কয়েক বছরে আইপিএলে ধারাবাহিক ভাবে খেলা সাকিব এ বার দল পাননি। কিন্তু দলের ফাঁক ভরাট করার জন্য তাঁর দিকে তাকাতে পারে দলগুলি। সাকিবের মতো অলরাউন্ডার যে কোনও দলের অন্যতম প্রধান ভরসা।

আগামী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ৯৫ কোটি টাকা নিয়ে নামবে। অর্থাৎ, খুব বেশি ক্রিকেটারের দিকে নজর দিতে পারবে না তারা। নিজেদের দু’একটি দুর্বলতা ঠিক করার দিকে নজর দেবে তারা। সে ক্ষেত্রে বাংলাদেশের এই ক্রিকেটাররা ভাল বিকল্প হতে পারেন।

সূত্র: আনন্দবাজার


সর্বশেষ সংবাদ