সাকিব আউট হননি, বলছেন পাকিস্তানের তিন গ্রেট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১০:৩০ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২২, ১০:৩০ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে ভুল আউট দেওয়া নিয়ে বিতর্ক চলছেই। একের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আম্পায়রা। এ তালিকায় রয়েছে অ্যাডাম গিলক্রিস্ট, আকাশ চোপড়ার মতো সাবেক ক্রিকেটারও রয়েছেন।
এবার সাকিব আউট হননি বলে স্বীকার করে নিলেও পাকিস্তানের তিন সাবেক গ্রেট ক্রিকেটার। দেশটির একটি স্পোর্টস চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে ওই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তারা। এত বড় আসরে হটস্পট প্রযুক্তি না থাকারও সমালোচনা করেন তিন গ্রেট।
আরো পড়ুন: বাংলাদেশকে হারিয়ে সেমিতে পাকিস্তান
অনুষ্ঠানে শুরুতেই পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এ প্রশ্ন তুলে সাকিবের দুর্ভাগ্য বলে স্বীকার করেন। সঞ্চালকও এ কথার সমর্থন করেন। মেসবাহ উল হক বলেন, ব্যাট স্পষ্টভাবেই ওপরে ছিল। পরে ওয়াকার ইউনুস বলেন, এটা পাকিস্তানের পক্ষে কুদরত কা নিজাম। সাকিব তিন মিটার আগে ছিলেন। তারপরও আউট দিয়ে দিয়েছেন।
বিশ্বকাপে হটস্পট প্রযুক্তি না থাকার তীব্র সমালোচনা করেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে হটস্পট প্রযুক্তি ব্যবহারের মতো অর্থ আইসিসির আছে।