সমান ম্যাচ ফি পাবেন ভারতের নারী-পুরুষ ক্রিকেটাররা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ০৭:২০ PM
এখন থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ভারতীয় নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন। আন্তর্জাতিক ম্যাচের জন্য নতুন এই নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জয় শাহ এক টুইটে বলেন, ‘বৈষম্য দূর করতে আজ প্রথম পদক্ষেপ নিল বিসিসিআই। যে সব নারী ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের আমরা সমান বেতন দিতে চলেছি। নারী এবং পুরুষ ক্রিকেটারদের এখন থেকে সমপরিমাণ ম্যাচ ফি দেয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গসাম্যের নতুন একটা যুগ তৈরি করতে চাই।’
অর্থের পরিমাণও প্রকাশ করেছেন জয় শাহ। তার ঘোষণা অনুযায়ী, টেস্টে ১৫ লাখ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ রূপি করে প্রতি ম্যাচে পাবেন ক্রিকেটাররা।
যদিও নারী ক্রিকেটারদের বার্ষিক বেতনে পরিবর্তন আনেনি বিসিসিআই। এখন চুক্তিতে থাকা সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটাররা পান ৫০ লাখ, 'বি' এবং 'সি' গ্রেডের নারী ক্রিকেটাররা পান ৩০ এবং ১০ লাখ রুপি করে।
অন্যদিকে পুরুষ ক্রিকেটাররা চারটি ক্যাটাগরিতে বেতন পান। 'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটারের বার্ষিক আয় ৭ কোটি রুপি। 'এ' গ্রেডে ৫ কোটি, 'বি' গ্রেডে ৩ কোটি এবং 'সি' গ্রেডের পুরুষ ক্রিকেটারের বেতন ১ কোটি রুপি।