ইনজুরি থেকে ফিরে মুশফিকের সেঞ্চুরি

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম  © সংগৃহীত

চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনজুরি কাটিয়ে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন রাজশাহীর ব্যাটার মুশফিকুর রহিম। যেখানে চলমান ২৪তম জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড এর এবারের আসরে ডিউক বলে খেলা হওয়ায় ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না কোন ব্যাটারই। মুশফিকুরের  ব্যাটে ভিন্ন চিত্র দেখা গেলো মঙ্গলবার রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচে। 

ব্যাট হাতে দেশের ক্রিকেটাররা যখন দিশেহারা, ঠিক সেই মুহুর্তে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিক। দিনশেষে ঢাকার বিপক্ষে ২৪২ বল খেলে ১০৮ রান করে অপরাজিত রয়েছেন রাজশাহীর এই ব্যাটার। মুশফিকের এটি জাতীয় লিগের হয়ে ১৫ তম সেঞ্চুরি। ১০৮ রানে থেকে আগামীকাল আবারও দিন শুরু করবেন তিনি। 

আরও পড়ুন: মেসির চোখে বিশ্বকাপ জিতবে যে দল

এদিন ৩৫ বছর বয়সী এই ব্যাটার পেসার রনির করা বলকে লেগ সাইডে ক্লিপ দুই রান নিয়ে শতরানে পৌঁছে যান। ব্যাট হাতে মুশফিক আজ ৯৮ বলে ফিফটি পূর্ণ করেন। তারপর ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে খেলেছেন আরও ১৩০ বল। রাজশাহী দিনশেষে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৩৩ রান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence