পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই সাকিব

টসে জিতে বাংলাদেশ
টসে জিতে বাংলাদেশ   © সংগৃহীত

নিউজিল্যান্ডে দলের সঙ্গে আরও আগে যোগ দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতায় দেরি হয় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রাইস্টচার্চে গিয়ে পৌঁছান তিনি। এরপরও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিবের। 

নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। ভ্রমণের ধকলের কারণেই এই ম্যাচে খেলা হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। এই ম্যাচে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোহান। 

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ ও শাহনওয়াজ দাহানি।


সর্বশেষ সংবাদ