মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে নিতে ময়মনসিংহে মানববন্ধন

মানববন্ধনে ময়মনসিংহের ক্রিকেটপ্রেমীরা
মানববন্ধনে ময়মনসিংহের ক্রিকেটপ্রেমীরা  © সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদের আরেক নাম সাইলেন্ট কিলার। বাংলাদেশ দলকে যিনি নীরবে নিভৃতে জয় এনে দিয়েছেন অনেকবার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন তিনি। অথচ তাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখেনি বিসিবি। তাকে বাদ দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। 

এরই ধারাবাহিকতায় এবার রাস্তায় নেমেছেন রিয়াদের নিজ জেলা ময়মনসিংহের ক্রিকেটপ্রেমীরা। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউজ সংলগ্ন আবুল মনসুর সড়কে আয়োজিত এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আরও পড়ুন: ‘করোনায় মাস্ক পরে ভাইভা নিতে পারলে নিকাবে সমস্যা কোথায়?’

মানববন্ধনে বক্তারা জানান, বিশ্বকাপ এক্সপেরিমেন্টের জায়গা নয়। প্রতিবারই বিশ্বকাপে এক্সপেরিমেন্ট করা হয়। প্রতিবার এক্সপেরিমেন্ট করলে ফলাফল আসবে না। যে কন্ডিশনে খেলা হবে সেখানে অভিজ্ঞতার খুব প্রয়োজন। এখনে অভিজ্ঞতার কোনো মূল্যায়নই করা হয়নি। অনভিজ্ঞদের দিয়ে যে দল গঠন করা হয়েছে তা রীতিমতো হতাশাজনক। 

তারা আরও জানান, অস্ট্রেলিয়ার মতো জায়গায় মাহমুদউল্লাহর খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তার বিগত কয়েকটা ম্যাচ বিবেচনায় নিয়ে এত বড় টুর্নামেন্ট থেকে তাকে বাদ দেয়া আমরা ক্রিকেটপ্রেমী হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারি না। দলের স্বার্থে, দেশের স্বার্থে তাকে যেন বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয় সেজন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। 


সর্বশেষ সংবাদ