ময়মনসিংহের মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন তানভীর আহমাদ তারীফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট ...
সাংবাদিকতার যে কয়েকটি মৌলিক উপাদান সংবাদ নির্মাণে সবচেয়ে বেশি অবদান রাখে, তার মধ্যে সাক্ষাৎকার অন্যতম। সংবাদমাধ্যম মূলত তথ্য, বিশ্লেষণ ও জনমতের ভিত্তিতে জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও ইস্যুগুলো তুলে ধরে। এ তথ্য সংগ্রহের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিগুলোর একটি হলো সাক্ষাৎকার; যেখানে কোনো ঘটনা বা প্রসঙ্গকে সংশ্লিষ্ট ব্যক্তি বা বিশেষজ্ঞের বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে তুলে ধরা হয়। গণমাধ্যমে সাক্ষাৎকার শুধু খবরকে সমৃদ্ধ করে না, বরং সত্য অনুসন্ধান, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাক্ষাৎকার সাংবাদিকতাকে করে তোলে আরও প্রাণবন্ত, বিশ্লেষণসমৃদ্ধ ও বিশ্বাসযোগ্য। কোনো ইস্যু নিয়ে অনেক ধরনের তথ্য, গুজব বা মতামত ছড়িয়ে থাকতে পারে; কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি বা বিশেষজ্ঞের বক্তব্য পাঠককে দেয় নির্ভরযোগ্যতা। সাক্ষাৎকারের মধ্য দিয়ে উঠে আসে কোন তথ্য সঠিক, কোনটি অসত্য, কিংবা কোন বিষয়টি এখনও যাচাইয়ের অপেক্ষায়। এজন্য রাজনৈতিক সিদ্ধান্ত, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি থেকে শুরু করে সমাজ-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে সাক্ষাৎকার গণবিতর্ক, নীতি নির্ধারণ এবং জনমত গঠনে গভীর প্রভাব ফেলে।
বিশ্বের খ্যাতনামা গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে সাক্ষাৎকারকে সাংবাদিকতার একটি শক্তিশালী ধারায় পরিণত করেছে। রাষ্ট্রের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত ও অবস্থানের স্বচ্ছতা নিশ্চিত করা, নির্বাচন বা নীতি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জনমত জানানো, কিংবা মানবাধিকার, পরিবেশ ও শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে বিশেষজ্ঞদের বিশ্লেষণসহ নানা ক্ষেত্রেই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ তথ্য খুলে দেয়।
সমসাময়িক সময়ে সাক্ষাৎকারের ধরনও বদলে গেছে। এখন শুধু লিখিত সাক্ষাৎকার নয়, বরং ভিডিও সাক্ষাৎকার, লাইভ সেশন, পডকাস্ট, ওয়েবিনার নানা কিছু সংবাদপাঠকের সামনে তথ্য উপস্থাপনার নতুন জানালা তৈরি করেছে। বিশেষ করে ডিজিটাল সাংবাদিকতার যুগে ভিডিও সাক্ষাৎকার জনসাধারণের অংশগ্রহণ ও আস্থাকে আরও বৃদ্ধি করেছে।
সমসাময়িক শিক্ষা, রাজনীতি, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা ও তরুণ সমাজের নানা ইস্যুকে কেন্দ্র করে দ্য ডেইলি ক্যাম্পাস নিয়মিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার প্রকাশ করে থাকে। এখানে রাষ্ট্রের নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খ্যাতিমান শিক্ষক-গবেষক, শিক্ষা নীতির বিশেষজ্ঞ, ছাত্রনেতাসহ বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তির মতামত স্থান পায়। প্রতিষ্ঠানটি লিখিত সাক্ষাৎকারের পাশাপাশি ভিডিও সাক্ষাৎকারও গ্রহণ করে, পাঠক-দর্শকদের মধ্যে তা ব্যাপক আগ্রহ তৈরি করেছে। শিক্ষা-সংশ্লিষ্ট সংবাদকে প্রাধান্য দেওয়া গণমাধ্যমে সাক্ষাৎকার বিভাগ জনমত গঠন, নীতিগত আলোচনা ও বিশ্ববিদ্যালয় ব্যবস্থার সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে রাখছে বিশেষ ভূমিকা।
সর্বোপরি, সাক্ষাৎকার শুধু তথ্য উপস্থাপন করে না; এটি দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণ এবং ভবিষ্যতের সম্ভাবনা অন্বেষণেরও একটি কার্যকর মাধ্যম। এজন্য গণমাধ্যমের অন্যান্য ধারার সঙ্গে সাক্ষাৎকার এখনো সাংবাদিকতার অন্যতম নির্ভরযোগ্য ও অপরিহার্য পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে নীতি নির্ধারণ, শিক্ষা ও সমাজ বাস্তবতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সাক্ষাৎকার জনমত গঠন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দ্য ডেইলি ক্যাম্পাস-এর সাক্ষাৎকার বিভাগ পাঠকদের সামনে তুলে ধরে জানা-অজানা তথ্য, বিশ্লেষণ ও অভিমতের নতুন দিগন্ত। যেখানে শিক্ষা থেকে রাজনীতি, নীতিনির্ধারণ থেকে বিশ্ববিদ্যালয়জীবনের জটিল বাস্তবতা, সবকিছুই উঠে আসে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজের ভাষায়। ফলে পাঠক শুধু একটি খবর পান না, বরং বিষয়টির গভীরতর অর্থ ও প্রাসঙ্গিকতা অনুধাবনের সুযোগ পান।