অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্র এম. ফজলে রাব্বী’র প্রথম উপন্যাস ‘প্রিয় উপসংহার’। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান...
বই নিয়ে কি উৎসব বা মিলনমেলা হতে পারে? অবশ্যই হতে পারে। বইকে কেন্দ্র করে পৃথিবীর নানা দেশে নানা অনুষ্ঠান ও উৎসব আয়োজিত হয়। বাংলাদেশেও বই নিয়ে নানা জায়গায় বইমেলা আয়োজিত হয়। এর মধ্যে অমর একুশে গ্রন্থমেলা শুধু উৎসব নয়, এটি জ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত হয় দেশের বৃহত্তম বইমেলা। এ মেলা লেখক, প্রকাশক, শিক্ষার্থী, পাঠক সব শ্রেণির মানুষকে একত্রিত করে। নতুন বইয়ের প্রকাশনা, সাহিত্য আলোচনা, পাঠক-লেখক মিলন এবং শিক্ষামূলক কর্মকাণ্ড সবই এখানে ঘটে, এসবই দেশের জ্ঞানচর্চাকে নতুন গতি দেয়।
বইমেলা শিক্ষার বিকাশেও এক অমূল্য ভূমিকা রাখে। এটি পাঠককে লেখকের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ দেয়, বই ও পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং নতুন ধারার সাহিত্য ও গবেষণাকে উৎসাহিত করে। শিক্ষার্থীদের জন্য এটি পড়াশোনার অতিরিক্ত ভাণ্ডার; যেখানে তারা বিভিন্ন বিষয়ে বইয়ের মাধ্যমে নিজস্ব জ্ঞান বৃদ্ধি করতে পারে। শিক্ষক, গবেষক, সাংবাদিক ও সাধারণ পাঠকরাও এখানে অংশগ্রহণ করে, নিজেদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ করে।
বইমেলা শিক্ষামূলক ও সাংস্কৃতিক সচেতনতারও এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্পকলা সব বিষয়ে বইয়ের সমাহার ঘটে। প্রতিটি বই পাঠককে শুধু জ্ঞান দেয় না; এটি নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ স্থাপনেও অবদান রাখে। পাঠক নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন আলোচনার সঙ্গে পরিচিত হয়, সমৃদ্ধ হয় তাদের চিন্তাভাবনা।
এ ছাড়া বইমেলা দেশের প্রকাশনা খাতের জন্যও গুরুত্বপূর্ণ উৎসব। প্রকাশক ও লেখকদের জন্য এটি নতুন বই প্রচার ও বিপণনের বৃহৎ সুযোগ। মেলার আয়োজন তাদের কাজের মান যাচাই ও পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ দেয়। এটি বাংলাদেশের সাহিত্য ও প্রকাশনা শিল্পকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করার শক্তিশালী মাধ্যমও।
সবমিলিয়ে বইমেলা বাংলাদেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু বইয়ের উৎসব নয়; এটি জ্ঞান ও শিক্ষার প্রেরণা, সাংস্কৃতিক সংহতির মঞ্চ। বই ও প্রকাশনার সঙ্গে জড়িত দেশের অসংখ্য মানুষ। তাদের জন্যও এটি বড় আনন্দের ব্যাপার।
দ্য ডেইলি ক্যাম্পাস–এর বইমেলা বিভাগে অমর একুশে গ্রন্থমেলা বা বইমেলার সব খবরাখবর প্রকাশিত হয়। নতুন বইয়ের প্রকাশনা, লেখক-প্রকাশকের সাক্ষাৎকার, বইয়ের প্রচার ও প্রসারের নানা উদ্যোগের খবর বা প্রতিবেদন প্রকাশিত হয়। সবমিলিয়ে বইমেলা বিভাগটি বইপ্রেমী ও পাঠকদের জন্য খুলে দেয় নতুন ভুবন।