এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩ হাজার ৫৪৮ পরীক্ষার্থী

১৪ নভেম্বর ২০২১, ০৫:৫৬ PM
এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি পরীক্ষা শুরু © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৪৮ পরীক্ষার্থী। অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে বহিষ্কার করা হয়েছে ২ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। 

আজ রবিবার (১৪ নভেম্বর) বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। সকালে পরীক্ষার প্রথমদিন রাজধানীর মতিঝিল বয়েজ স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। যার মধ্যে ছাত্র ১০ লাখ ৩৬ হাজার ১৮৮ জন এবং ছাত্রী ১২ লাখ ৭ হাজার ৬৬ জন। ছাত্রদের চেয়ে এবার প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে । এবার কেন্দ্র ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ৩৯ হাজার ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ২ হাজার ২০০টি কেন্দ্রে পদার্থ বিজ্ঞানের পরীক্ষায় ৪ লাখ ৮৮ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৫৪৮ জন এবং বহিষ্কার হওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ জন। তাছাড়া ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে বলেও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের তথ্য

 

দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে ‘গবেষণা পদ্ধতি: বাস্তব জীবনে অর্থনৈতিক অগ্রগতি’ …
  • ২৭ জানুয়ারি ২০২৬