সড়কে প্রাণ হারাল দুই বন্ধু

২৫ অক্টোবর ২০২১, ০৮:৫৮ PM
দুর্ঘটনাস্থল

দুর্ঘটনাস্থল © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুটি মোটরসাইকেল ও ভটভটির ত্রিমুখী সংঘর্ষে মারুফ হোসেন (১৬) ও সজীব হোসেন (১৬) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহরতলির ঘোড়ামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আকুব্বর হোসেনের ছেলে। তার বন্ধু নিহত সজীব একই গ্রামের শরিফ হোসেনের ছেলে। তারা দুজনই স্থানীয় সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের কাছে ঘোড়ামারা ব্রিজ এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুর সঙ্গেও ধাক্কা মারে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি। এতে পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সজীব হোসেন এবং পরে মারুফ হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি থানায়। 

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬