অন্য শ্রেণির মতো জেএসসি-জেডিসির মূল্যায়ন

অন্য শ্রেণির মতো জেএসসি-জেডিসির মূল্যায়ন
অন্য শ্রেণির মতো জেএসসি-জেডিসির মূল্যায়ন  © ফাইল ফটো

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না হলে অন্য শ্রেণির মতো এসব শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষার খুব বেশি সুযোগ থাকছে না বলে মনে হচ্ছে। যদি জেএসসি-জেডিসি না হয়, তাহলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অন্যান্য শ্রেণির মতো সমাপনী পরীক্ষা দিতে হবে।

পড়ুন: এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।


সর্বশেষ সংবাদ