আবারও বাড়ল এসএসসির ফরম পূরণের সময়

বাড়ানো হয়েছে এসএসসির ফরম পূরণের সময়
বাড়ানো হয়েছে এসএসসির ফরম পূরণের সময়  © সংগৃহীত

তৃতীয় দফায় আবারও এসএসসির ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। গতকাল রোববার (৩০ মে) ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানিয়ে সব স্কুল–কলেজ প্রধানদের চিঠি পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

চিঠিতে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ৫ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ জুন।

এতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই। অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত এপ্রিলের ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত এসএসসির ফরম পূরণের সময় দেওয়া হয় শিক্ষার্থীদের। সে সময় করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান বিধিনিষেধের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। পরে দ্বিতীয় দফায় ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। এখন আবার সে সময় বাড়ানো হলো।

রিলেটেড সংবাদ

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ (তালিকা)

প্রথমে ক্লাসে নেওয়া হবে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের

 


সর্বশেষ সংবাদ