বোর্ড পরীক্ষা দিতে চান না এইচএসসি পরীক্ষার্থীরা

০৫ অক্টোবর ২০২০, ০৪:৩০ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © ফাইল ফটো

এইচএসসির বোর্ড পরীক্ষা দিতে চান না পরীক্ষার্থীরা। রোববার প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর দেয়া এক স্মারকলিপিতে এমনটাই বলা হয়েছে। স্মারকলিপিকে ‘১৪ লাখ শিক্ষার্থীর পক্ষে’ লেখা দাবি করে সেখানে বলা হয়েছে, পরীক্ষার্থী ও এই মহামারীর গতিবিধির সার্বিক দিক বিবেচনায় নিয়ে পরীক্ষা না পিছিয়ে দ্রুততম সময়ে বিকল্প কোন ব্যবস্থা নিয়ে পরীক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যত রক্ষা করতে ও জাতির সন্তানদের এই মৃত্যুফাঁদে ঠেলে না দেয়ার অনুরোধ রইলাে।

জানতে চাইলে স্মারকলিপি প্রধানকারী ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজেরপরীক্ষার্থী অর্নব সাহা  বলেন, মহামারি এই ভাইরাস কতদিন থাকবে, কবে ভ্যাকসিন আসবে তার কোন নিশ্চয়তা নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে, পরীক্ষা না দিয়ে বিকল্প কোন ব্যবস্থা নিতে।

পড়ুন: বোর্ড পরীক্ষার বিকল্প কী— জানালেন এইচএসসি পরীক্ষার্থীরা

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর দেয়া ওই স্মারকলিপিতে আরো বলা হয়, “মহামারীর এই সময়ে বহু শিক্ষার্থী ভয়াবহ আর্থিক, পারিবারিক, ও একাডেমিক বিপর্যয়ের মুখে পড়েছে। বহু শিক্ষার্থীকে গ্রামে চলে যেতে হয়েছে, আর বহু শিক্ষার্থী অভিভাবক হারিয়েছে। তার উপর দীর্ঘকালীন বন্যায় বহু পরিবার নিঃস্ব হয়েছে, পড়াশােনার প্রস্তুতির যে ব্যাপক ক্ষতি হয়েছে তা কখনোই স্বল্প সময়ের নােটিশে পুষিয়ে নেয়া সম্ভব না। এর মধ্যে পুনরায় তাদেরকে মহাগুরুত্বপূর্ণ এই পরীক্ষায় বসানের পরিকল্পনা বহু মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙ্গে দেবে। ১৪ লক্ষ শিক্ষার্থীর ক্যারিয়ার ভবিষ্যত ও তাদের মানসিক, শারীরিক স্বাস্থ্যকে অকল্পনীয় ঝুঁকিতে ফেলবে।”

এইচএসসি
স্মারকলিপি ও জমাদানকারী দুই শিক্ষার্থী
এক বিএনপি প্রার্থীকে দুই শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
হিজাব-নিকাব পরা নারীদের নিয়ে ছাত্রদল নেতা— ‘দেখলে ভয় লাগে, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিলে আইনি বাধা নেই, ফেরত দিত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬