বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু, মহাসড়ক অবরোধ

১৯ জানুয়ারি ২০২০, ০৬:০০ PM
প্রতীকী

প্রতীকী

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মহাসড়কে বাসচাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী কামারখালী থেকে স্কুলে আসার পথে ঢাকা থেকে খুলনাগামী এম এম পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে তাকে চাপা দেয়। আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

নিহত শিক্ষার্থীর নাম ফাহিম শেখ। সে স্থানীয় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, রোববার সকাল ১০টার দিকে ফাহিম কামারখালী থেকে স্কুলে আসার পথে ঢাকা থেকে খুলনাগামী এম এম পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে ফাহিমকে সামনে থেকে চাপা দেয়।

তিনি বলেন, স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনার খবর স্কুলে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ঢাকা-মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬